সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জন সমূহ:
প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন সাধন করে ন্যূনতম ব্যয়ে এবং স্বল্পতম সময়ে কার্যকর দলিল নিবন্ধন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনবান্ধব নিবন্ধন ব্যবস্থা প্রতিষ্ঠা জেলা রেজিস্ট্রারের কার্যালয়, মানিকগঞ্জ এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। সে লক্ষ্যে দক্ষ জনবল তৈরিতে এ সময়ে মোট ৫৬৭ জন কর্মকর্তা, সহায়ক কর্মচারী ও দলিল লেখক এবং ৮৫ জন বিবাহ নিবন্ধক কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার কর আদায় সহজ করার লক্ষ্যে ৫টি সাব-রেজিস্ট্রি অফিস আঙ্গিনায় ব্যাংকবুথ স্থাপন করা হয়েছে। এসময় নিবন্ধিত দলিলের সংখ্যা এবং রাজস্ব আদায় নিম্নরূপ: ২০২০-২০২১ অর্থ বছরে ৩২,৭৫৩টি দলিলে সর্বমোট ৭৭,৭৭,৫৯,৮৩৩.৩৮ টাকা ২০২১-২০২২ অর্থবছরে ৩৬,০৬৮টি দলিলে সর্বমোট ১১৬,০২,৮৩,৬১১.৪৬ টাকা; এবং ২০২২-২৩ অর্থবছরে (মে,২০২৩ খ্রি. পর্যন্ত) ৩৮,২০৬ টি নিবন্ধিত দলিলে রেজিস্ট্রেশন ফি’তে ১৪১,২১,৩১,৯৯৭.২৬ টাকা। এর সাথে সেবা প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২১ অর্থ বছরে ৩৫,০৯৮ টি, ২০২১-২২ অর্থবছরে ৩৮,৯৫৪ টি, এবং ২০২২-২৩ অর্থ বছরে (মে,২০২৩ খ্রি. পর্যন্ত) ৩৭,৩৩৩ টি সহিমুহুরি নকল সরবরাহ করা হয়েছে। তিন অর্থবছের মোট ১,০৭,০২৭ (এক লক্ষ সাত হাজার সাতাশ) টি দলিল রেজিস্ট্রি ও ১,১১,৩৮৫ (এক লক্ষ এগার হাজার তিন শত পঁচাশি) টি সহিমুহুরি নকল সরবরাহের বিপরীতে ৩৩৮,৫৫,৭৩,০৫০/- (তিনশত আটত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ তিয়াত্তর হাজার পঞ্চাশ) টাকা রাজস্ব আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস